Movie: Jio Pagla
Song: Gorobini Maa
Singer: Payal Dev
Programmer & Mixed by Aditya Dev
Lyrics: Priyo Chatterjee
Music: Jeet Gannguli
Director: Ravi Kinagi
Presenter: Nispal Singh
Produced By: Surinder Films
GOROBINI MAA LYRICS
স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
আরে স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
সুখি হবে গরবীনী মা
সুখি হবে গরবীনী মা
হুম, আসবে রে আসবে রে সে
কোল আলো করে
বাজা তোরা শাখ বাজা
দে উলূ জোড়ে
স্বাদ করে মেটাতে স্বাদ যে
স্বাদেরই আয়োজন (২ বার)
ধীরে ধীরে উঠো বসো
ধীরে ধীরে উঠো বসো
দেখে শুনে হাঁটো চলো
না গো তারাহুড়া করো না
ভরা পেটে ভরা মাসে
আমরা তো আছি পাশে।
কি যে চাই শুধু বলো না
কি যে চাই শুধু বলো না
থালা বাটি সাজিয়েছি
ডালে, ভাতে, মাছে
খেতে যা যা ভালবাসো
সব দেয়া আছে।
ভালো করে পেট ভরে
ভালো করে পেট ভরে
খাও গো সাধেরই ভোজন ( ২বার)
হাসি মুখে খেতে হবে
হাসি মুখে খেতে হবে
না হলে যে বৃথা যাবে
এতো সব করা খাটনি
জানি কিসে রুচি লাগে
হুম টক খেতে সাধ জাগে
সব শেষে খেয় চাটনি
সব শেষে খেয় চাটনি
থালা বাটি সাজিয়েছি
ডালে, ভাতে, মাছে
খেতে যা যা ভালবাসো
সব দেয়া আছে।
ভালো করে পেট ভরে
খাও গো সাধেরই ভোজন ( ২বার)
ভালো করে পেট ভরে
খাও গো সাধেরই ভোজন ( ২বার)
স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
আরে স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
সুখি হবে গরবীনী মা
সুখি হবে গরবীনী মা
No comments:
Post a Comment