The internet database site for bengali song lyrics

Breaking

Wednesday, September 27, 2017

Lyrics: Gorobini Maa( গরবিনী মা) | Jio Pagla-Bangla Lyrics

Movie: Jio Pagla 

Song: Gorobini Maa 

Singer: Payal Dev 

Programmer & Mixed by Aditya Dev 

Lyrics: Priyo Chatterjee 

Music: Jeet Gannguli 

Director: Ravi Kinagi 

Presenter: Nispal Singh 

Produced By: Surinder Films



GOROBINI MAA LYRICS



স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
আরে স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
সুখি হবে গরবীনী মা
সুখি হবে গরবীনী মা

হুম, আসবে রে আসবে রে সে
কোল আলো করে
বাজা তোরা শাখ বাজা
দে উলূ জোড়ে

স্বাদ করে মেটাতে স্বাদ যে
স্বাদেরই আয়োজন (২ বার)
ধীরে ধীরে উঠো বসো
দেখে শুনে হাঁটো চলো
না গো তারাহুড়া করো না
ভরা পেটে ভরা মাসে
আমরা তো আছি পাশে।
কি যে চাই শুধু বলো না
থালা বাটি সাজিয়েছি
ডালে, ভাতে, মাছে
খেতে যা যা ভালবাসো
সব দেয়া আছে।
ভালো করে পেট ভরে
খাও গো সাধেরই  ভোজন ( ২বার)
হাসি মুখে খেতে হবে
না হলে যে বৃথা যাবে
এতো সব করা খাটনি
জানি কিসে রুচি লাগে
হুম টক খেতে সাধ জাগে
সব শেষে খেয় চাটনি
থালা বাটি সাজিয়েছি
ডালে, ভাতে, মাছে
খেতে যা যা ভালবাসো
সব দেয়া আছে।
ভালো করে পেট ভরে
খাও গো সাধেরই  ভোজন ( ২বার)

ভালো করে পেট ভরে
খাও গো সাধেরই  ভোজন ( ২বার)

স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
আরে স্বাদ জাগে স্বপ্ন জাগে
খুশির সেদিন বেশী দূরে নয়
সুখি হবে গরবীনী মা
সুখি হবে গরবীনী মা



No comments:

Post a Comment