'টুপটাপ' আগত পুলিশী একশন থ্রিলার ধর্মী বাংলাদেশের প্রথম সিনেমা 'ঢাকা এটাক' থেকে নেওয়া হয়েছে।গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার অত্যন্ত জনপ্রিয় দুজন শিল্পী 'অরিজিত সিং এবং সমলতা আচার্য্য।গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার অরিন্দম এবং সঙ্গীতায়োজন করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।গানটিতে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং মাহিয়া মাহি।আর ছবিটি পরিচালনা করেছেন দিপঙ্কর দীপন।
Vocal: Arijit Singh & Somlata
Music: Arindom
Lyrics: Anindya Chatterjee
Choreography: Suman Rahman
Movie: Dhaka Attack / ঢাকা অ্যাটাক
Starring: Arifin Shuvoo, Mahiya Mahi, ABM Sumon, Nawshaba, Shipan Mitra, Shatabdi Wadud, Afzal Hossain, Alamgir & Many More
Tup Tap ( টুপ টাপ) Lyrics
টুপ-টাপ-খুব-চুপ-চাপ
আমি জানি একা নদী ,
অভিমানী তার চোখ ,
সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
ঘুম ঘুম মৌসুম ,
ঘুম সুম এই মর্সুম ।
আমি জড়িয়ে থাকি জাতা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি জা... তা ,
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
চাই না কোন এই খুচরো জমানো ,
আমাদের ফেলে আসা ভুল ...
অজানা কত কষ্টরা যত ,
হয়ে অবুঝ আঙুলে আঙুল ।
হুম... আমি জড়িয়ে থাকি যা তা ,
গায়ে লেগে ডাক নাম ।
বাজে ছড়িয়ে ফেলি যা ...তা ,
মুঠোর বাগান ।
পারি না... ছাড়ি না...
পারি না... তারে না ...
এ বোবা ঠোটে থাক ... ।
:-*:-*:-*:-*
ReplyDelete