The internet database site for bengali song lyrics

Breaking

Thursday, September 28, 2017

Tumi Chaile (তুমি চাইলে) | Zia Raj | Siam | Sabila Nur | OST of Telefilm Happy Ending | Bangla Lyrics


'তুমি চাইলে' গানটি ঈদুল আযহার বিশেষ টেলিফিল্ম 'হ্যাপি এন্ডিং' থেকে নেওয়া হয়েছে।গানটির কথা সূর ও সঙ্গীতায়োজন করেছেন জিয়া রাজ।গান ও টেলিফিল্মটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন এবং এই গান ও টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সিয়াম, সাবিলা নূর প্রমুখ।গানটির মিউজিক লেবেল ধ্রুব মিউজিক স্টেশন এর।

Song : Tumi Chaile (OST of Eid Telefilm "Happy Ending"
Lyric / Tune / Singer : Zia Raj
Cast : Siam & Sabila Nur.
Direction : Jakaria Showkhin.
Label: Dhruba Music Station


Tumi Chaile (তুমি চাইলে) Lyrics


তুমি চাইলে আমি তোমার না চাইলেও তুমি আমার তুমি বসে থাকলে আমি আবেগে উড়ে যাই তুমি চলে গেলে আমি 'আমি যেন আমি নাই'
তুমি চাইলে আমি তোমার না চাইলেও তুমি আমার অনন্ত ছায়াপথে হারিয়েছ কি না জানি না শুধু জানি তুমি আছো খুব কাছে ছোঁয়া তো যাবে না তোমায় আমি লিখে দিলাম আমার প্রিয় আকাশ তোমার মাঝে গড়ি আমি আমার বসবাস
তুমি চাইলে আমি তোমার না চাইলেও তুমি আমার ঘুম ভাঙা অস্থির প্রহরে সাদাকালো রোদের আলপনা নি:শ্বাস ফিরে আসে বারেবার ফিরে আসে তোমার কল্পনা তোমায় আমি লিখে দিলাম আমার প্রিয় সময় তোমার মাঝে ছুঁয়ে দিলাম পূর্ণিমা রাত

তুমি চাইলে আমি তোমার না চাইলেও তুমি আমার(x2)


তুমি বসে থাকলে আমি আবেগে উড়ে যাই তুমি চলে গেলে আমি 'আমি যেন আমি নাই'
তুমি চাইলে আমি তোমার না চাইলেও তুমি আমার




No comments:

Post a Comment